রাজগঞ্জ, ২৯ ফেব্রুয়ারিঃ আইএনটিটিইউসির ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক কমিটির উদ্যোগে ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের ভোলামোড়ে এক সভা করা হয়। শনিবার ওই সভায় অসংগঠিত ক্ষেত্রের প্রায় একশো জন শ্রমিককে পরিচয়পত্র দেওয়া হয় । তৃণমূলের সঙ্গে যুক্ত সব অসংগঠিত শ্রমিককে ওই পরিচয়পত্র দেওয়া হবে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে । ওই পরিচয়পত্র দিয়ে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতে সহজ হবে বলে দলীয় নেতৃত্বের দাবি ।
। নেতৃত্বরা বলেন, অনেক অসংগঠিত ক্ষেত্র আছে, যেখানে পিএফ চালু করার পরিস্থিতি নেই । সেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যা সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছেন । কোনো শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হলে দুই লক্ষ এবং স্বাভাবিক মৃত্যু হলেও এক লক্ষ টাকা পাবেন । আরও কিছু সুবিধা রয়েছে ওই প্রকল্পে । তাই শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে । এই পরিচয়পত্র থাকলে ওই সুবিধা পেতে সমস্যা থাকবেনা । এদিন অন্য রাজনৈতিক দল থেকে প্রায় একশো শ্রমিক তৃণমূলে যোগ দেন বলে দাবি । সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির দার্জিলিং জেলার সভাপতি অরুপরতন ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি ( গ্রামীণ ) সুকান্ত কর, এনজেপি টাউন ব্লক সভাপতি প্রসেনজিৎ রায়, ফুলবাড়ি-১ অঞ্চল সভাপতি তপন সিংহ, গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা করাতি প্রমুখ ।