শিলিগুড়ি,২৭ ফেব্রুয়ারিঃ পুলিশ হেপাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা শিলিগুড়ির মাটিগাড়ায়। মৃতের পরিবার ও আত্মীয়রা মাটিগাড়া থানায় বিক্ষোভ দেখান এছাড়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স আটকেও বিক্ষোভ দেখানো হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ ও র্যাফও নামানো হয়।
বুধবার মাটিগাড়া থানার পুলিশ অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে বেচন রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। বিকেলে পরিবারের কাছে খবর যায় ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে । তাকে মাটিগাড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের লোক হাসপাতালে গিয়ে দেখেন বেচন মারা গিয়েছেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোক।
মৃতের পরিবারের অভিযোগ, পুলিশের মারধরেই বেচনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় উচ্চ পর্যায়ের দাবির পাশাপাশি জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। বৃহস্পতিবার সকালে ম্যাজিস্ট্রেট তদন্তের জন্য মাটিগাড়া ব্লক হাসপাতালে যান এবং দেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ওই সময় মাটিগাড়া থানার সামনে অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভে সামিল হয় মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশের আধিকারিকরা।