খুব শীঘ্রই চালু হবে ফুলবাড়ির নতুন মহানন্দা সেতু

ফাঁসিদেওয়া, ২৭ ফেব্রুয়ারি: শিলিগুড়ির কাছে ফুলবাড়ি ব্যারেজে দীর্ঘদিন থেকে আটকে রয়েছে জাতীয় সড়ক নির্মাণের কাজ। সেই কারণে বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ি ব্যারেজ পরিদর্শন করে গেলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটির প্রজেক্টর প্রদ্যুৎ দাসগুপ্ত। শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য আইনুল হক জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশীষ প্রামাণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন থেকে ফুলবাড়ি ব্যারেজের পুরনো সেতু দুর্বল হয়ে রয়েছে। সেই কারণে নতুন সেতুটি খুব শীঘ্রই চালু করার আশ্বাস দিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। অন্যদিকে, এদিন পরিদর্শনে এসে স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলা হয়। পাশাপাশি স্থানীয় দোকানদাররা উচ্ছেদের জন্য ক্ষতিপূরণের দাবি করেছেন। ন্যাশনাল হাইওয়ে প্রদ্যুৎ দাশগুপ্ত জানিয়েছেন, এই কাজ যত তাড়াতাড়ি শেষ করা সম্ভব তারা চেষ্টা করছেন। খুব শীঘ্রই নতুন মহানন্দা ব্যারেজ চালু করা হবে।