বেলাকোবার যুবক টিকি দিয়ে টেনে নিয়ে গেল বাইক

রাজগঞ্জ, বেলাকোবা, ২৬ ফেব্রুয়ারি: টিকির মাথায় রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে বাইক। আরোহী বাইকে দুই যুবক। ওই অবস্থাতেই বাইকটি টেনে নিয়ে চলছে গোপাল রায়। ঘটনাটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় হাসুয়া পাড়ায়। এই এলাকায় সে বন্ধুদেরকে আড্ডার সময়ে বলে বসে তার টিকিট শক্তির কথা। তারপরে কৌতুহলবশত বন্ধুরা চেপে ধরে। আর যায় কোথায়। একজন নিয়ে আসে কাপড়ের রশি। তারপরটিকির সঙ্গে বেঁধে শুরু কসরত। ২ জন যাত্রীকে নিয়ে বাইকটি খুব স্বাভাবিকভাবেই ট্রেনে নিয়ে যায় গোপাল। তাতে সামান্যতম ক্ষতি হয়নি বলে জানান তিনি। তার এমন টিকিতে বাইক টানা দেখল প্রশন্ননগর এলাকার বাসিন্দারা। অনেকে হাততালি দিয়েছে তার এই কাজে। গোপাল এনিয়ে বলেন আমি আরো কয়েকবার চেষ্টা করেছি। ছোট গাড়ি টানতে পারব।
গ্হাসুয়াপাড়ার যুবক হরিমোহন বলেন, আমরা ওর এমন অভিনব কাজে গর্বিত।