শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারি: শিলিগুড়ির দুই স্কুলে সভাপতি হলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার রাতে বয়েজ হাই স্কুল এবং শিলিগুড়ি গার্লস স্কুলে সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী ও পরিচালন সমিতির সদস্যদের সাথে প্রথম বৈঠক করেন তিনি। এদিন ঐতিহ্য ফেরাতে শিলিগুড়ির দুই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। শিলিগুড়ি বয়েজ হাই স্কুল ছাড়াও শিলিগুড়ি গার্লস স্কুলে যান তিনি। সেখানে তিনি শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি কর্মীদের সঙ্গে কথা বলেন। শিলিগুড়ি বয়েজ স্কুলে পরিচালন সমিতির নির্বাচন তাড়াতাড়ি করার জন্য বলেন মন্ত্রী। শিলিগুড়ি বয়েজ স্কুলে পড়াশোনা করেছেন মন্ত্রী। সেই টানেই ছুটে আসেন বলে জানান তিনি। এর আগে তিনি স্কুলকে নিয়মানুবর্তিতায় বাধার জন্য বলে গিয়েছিলেন। তার জন্য কিছু উদ্যোগ নিয়েছে স্কুল। তার কাজ কতটা এগিয়েছে তারও খোঁজ নেন মন্ত্রী। উল্লেখ্য শিলিগুড়ির ঐতিহ্যবাহী স্কুলের কয়েকটি ভবন জরাজীর্ন হয়ে পড়েছে। ভূমিকম্পে স্কুল ঘর ফাটল ধরেছে। আগেই অবৈজ্ঞানিকভাবে ভবন করায় সেখানে ক্লাস করা বন্ধ রাখা হয়েছে। সেগুলো কিভাবে মেরামত করা যায় তা নিয়েও আলোচনা হয়। এদিকে স্কুলে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা জুড়েছে। পরবর্তীতে সিসিটিভিতে মোড়া হবে। নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। পর্যটনমন্ত্রী বলেন, ‘অনেক কিছুই এখানে করতে হবে। এই স্কুলে আমি পড়াশোনা করেছি। আমি চাই স্কুলের সুনাম আগের মতোই থাকবে। স্কুলের ভবন তৈরি, স্কুলকে যাতে পরবর্তীতে একটা বড় জায়গা দেওয়া যায়।’ এদিন তিনি প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্ক জেনে নেন। পরে বলেন, ‘এখানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তাদের নিয়েই শিলিগুড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে চলবে। এখান থেকে মেধা বের হবে।’