রাজগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি: আগুনে পুড়ে যাওয়া ঐতিহ্যবাহী দেবীচৌধুরানী ও ভবানী পাঠকের মন্দির নির্মাণের কাজ গত ডিসেম্বর মাস থেকে থমকে ছিল। জটিলতা কাটিয়ে সোমবার থেকে শুরু হল কাজ।
প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের শিকারপুর চা বাগানের ঐতিহ্যবাহী দেবীচৌধুরানী ও ভবানী পাঠকের মন্দির ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে আগুনে ভস্মীভূত হয়ে যায়। দুই শতাধিক বছরের পুরনো এই মন্দির আগুনে পুড়ে যাওয়ায় সকলে মর্মাহত হন। ঘটনার পরের দিনই পর্যটন মন্ত্রী গৌতম দেব ঘটনাস্থলে গিয়ে মানুষের ভাবাবেগ বুঝতে পারেন। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন মন্দিরটি এবং মূর্তি আগের আদলেই তৈরি করে দেওয়া হবে। এছাড়া সৌন্দর্যায়ন করবে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। ২০১৯ সালের জুলাই মাসে মন্দির নির্মাণের কাজ শুরু করা হয়। এই মন্দির নির্মাণ করতে বরাদ্দ করা হয়েছে প্রায় ৪৪ লক্ষ টাকা।
কিন্তু শিডিউলের থেকে বেড়ে যাচ্ছে কাজ। বিল পাচ্ছে না বরাত পাওয়া এজেন্সি। এ ধরনের নানা জটিলতায় গত ডিসেম্বর মাস থেকে মন্দির নির্মাণের কাজ থমকে ছিল। সেই জটিলতা কিছুটা কাটিয়ে পুনরায় কাজ শুরু হল।