ডেঙ্গু প্রতিরোধে অভিনব উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরনিগমের

শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ ডেঙ্গু প্রতিরোধে ভিজুয়াল প্রচারের উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরনিগম।
অভিনব উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি পুরনিগম।তৈরি করা হল সচেতনতামূলক প্রচারের ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিও ক্লিপিং করেছে। সেই ভিডিও ক্লিপিং সমগ্র প্রচার মাধমের মধ্য দিয়ে মানুষের কাছে পৌছে দেওয়া হবে। শনিবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন স্বাস্থ্যবিভাগের মেয়র পারিষদ শংকর ঘোষ। ডেঙ্গুর প্রকোপ দেখা দিলে পুরনিগমকে আদাজল খেয়ে ময়দানে নামতে হয়। কারণ এর আগে শিলিগুড়ি শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে।
তাই শিশুদের মাধ্যমে একটি ভিডিও বার্তা তৈরি করে মানুষের মধ্যে প্রচার করতে উদ্যোগ নেওয়া হয়েছে।