জলপাইগুড়ি, ১৫ ফেব্রুয়ারিঃ নর্থবেঙ্গল ট্যাক্স অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পণ্য পরিসেবা কর ( জিএসটি ) এবং আয়কর আইন সংক্রান্ত বিষয় নিয়ে এক সভা করা হয় জলপাইগুড়ির রাজগঞ্জের পানিকৌরির এক বেসরকারি হোটেলে। সভায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শতাধিক কর সংক্রান্ত আইনজীবী অংশগ্রহণ করেন। সভায় আয়কর এবং জিএসটি আইন সহ কেন্দ্রীয় বাজেট পরবর্তী বিভিন্ন বিষয় সংগঠনের নেতৃত্বরা তুলে ধরেন। জিএসটির লেট ফি নিয়ে আইনি জটিলতা বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সমস্যার সৃষ্টি হয়েছে বলে সভার আলোচনায় উঠে আসে। উপস্থিত ছিলেন গুজরাটের বিশিষ্ট আইনজীবী ও জিএসটি আইন বিশেষজ্ঞ অবিনাশ পোদ্দার এবং আয়কর আইনের বিশেষজ্ঞ চাটার্ট অ্যাকাউন্টেন্ট কে কে ছাপারিয়া, নর্থবেঙ্গল ট্যাক্স অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী গৌতম সোম, সম্পাদক অমিত পাল, সহসম্পাদক জয়দীপ দাশগুপ্ত প্রমুখ।