কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে লোকসভার স্পিকারের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান

রাজগঞ্জ, ১৩ ফেব্রুয়ারিঃ কেন্দ্রীয় বাজেটের বিরোধীতা করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও এর মাধ্যমে লোকসভার স্পিকারকে সিপিএমের কৃষকসভার পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। বৃহস্পতিবার সারাভারত কৃষকসভার রাজগঞ্জ থানা কমিটি এবং সারাভারত খেতমজুর সংগঠন যৌথভাবে ওই স্মারকলিপি জমা দেয়। ফাটাপুকুর থেকে মিছিল করে বিডিও পৌঁছে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর বিডিও এন সি শেরপার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের অভিযোগ, এবারের কেন্দ্রীয় বাজেটে কৃষক ও কৃষি বিষয়ক খাতে গত বারের থেকে অনেক কম অর্থ বরাদ্দ করা হয়েছে। এছাড়া গরীব মানুষের কাছেও সুখকর নয়। তাই গোটা বাজেটের বিরোধীতা করা হচ্ছে। এছাড়া ওই স্মারকলিপিতে কৃষকদের ফসলের দামের নিশ্চয়তা, কৃষি ঋণ মুকুব, কৃষি যন্ত্রপাতির দাম নিয়ন্ত্রণ, প্রান্তিক ও ভাগচাষিদের জন্য সুদ মুক্ত ঋণের ব্যবস্থা, ১০০ দিনের প্রকল্পে ২০০ দিন কাজ এবং ৬০০ টাকা মজুরির দাবি সহ আট দফা দাবি জানানো হয় । উপস্থিত ছিলেন কৃষকসভার থানা কমিটির সভাপতি মহেন্দ্রকুমার রায়, সম্পাদক খরেন্দ্রনাথ রায়, জেলা সভাপতি মোক্তাল হোসেন, মজিদুল হক সহ সিপিএমের স্থানীয় নেতৃত্বরা।