জলপাইগুড়ি, ১২ ফেব্রুয়ারি: মেঘালয় থেকে বিহারে পাচারের পথে বড় ট্রেলর গাড়ি বোঝাই ধূপকাঠ উদ্ধার করে বৈকন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ি কাছে ফুলবাড়ি এলাকা থেকে ধূপকাঠ বোঝাই গাড়ি উদ্ধার করা হয়। তবে চালক পলাতক।
টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় মেঘালয় থেকে ধূপকাঠ বোঝাই একটি ট্রেলর গাড়ি জলপাইগুড়ি হয়ে ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে ফুলবাড়ি এলাকা থেকে গাড়ি সহ কাঠগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ধূপকাঠের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। তিনি বলেন, গাড়ির চালক পালিয়ে গেলেও মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আদালতে আবেদন করা হবে।