রাজগঞ্জ, ৭ জানুয়ারি: চাকরির দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছে জলপাইগুড়ি জেলার জমি ক্ষতিগ্রস্তরা। সোমবার সারাদিন রাজগঞ্জের গেটবাজারে সেচ দপ্তরের অফিসে তালা মেরে বিক্ষোভ দেখানোর পর সেখানে রাস্তার পাশে অবস্থানে বসে রয়েছে জমি ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবারও সেই আন্দোলন অব্যাহত রয়েছে। চাকরির লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে কমিটি সূত্রে জানা গিয়েছে।
জলপাইগুড়ি জেলা ল্যান্ডলুজার কমিটির সভাপতি নজরুল রহমান বলেন, ১৯৮৩ – ৮৪ সালে সেচ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় জমিদাতাদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারপর অনেক আবেদন-নিবেদন এবং আন্দোলন করা হয়েছে। নেতা ও প্রশাসনের আধিকারিকরা চাকরির মৌখিক আশ্বাস দিয়েছেন। তারা কারও মৌখিক আশ্বাস মানবে না। চাকরির লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অবস্থান চলবে।