পথকুকুরদের খাওয়াতে গিয়ে দুষ্কৃতীদের হাতে নিগৃহীত যুবক

শিলিগুড়ি, ১ জানুয়ারি: পথকুকুরদের খাওয়াতে গিয়ে দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হলেন শিলিগুড়ির ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা কৌশিক বিশ্বাস। বুধবার সকালে প্রবল ঠান্ডায় যখন তিনি তার পাড়ার কুকুরদের খাওয়াচ্ছিলেন তখনই তিনচারজন যুবক হঠাৎই তাকে আক্রমণ করে। কি কারনে তাকে মারা হল জানেন না কেউই। গুরুতর আহত অবস্থায় তাকে শিলিগুড়ির জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুষ্কৃতীরা তাকে মারধর করে পালিয়ে যায়। অভিযোগ তার মানিব্যাগ পর্যন্ত ছিনিয়ে নিয়ে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর তাকে প্রতিবেশীরাই হাসপাতালে নিয়ে যান।