জন্মদিনে স্টেশনে হাজির নীলৎপল, অসহায়দের হাতে তুলে দিলেন খাবার-পোশাক

শিলিগুড়ি, ৩১ ডিসেম্বর: অন্যরকম জন্মদিন পালন। শিলিগুড়ির ছেলে নীলৎপল গোস্বামী নিজের জন্মদিনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করলেন।বেসরকারী সংস্থায় কর্মরত নীলৎপল বরাবরই একটু অন্যরকমের সাহায্য করতে ভালবাসেন। তিনি অনাথদের পাশে দাড়াতে চান সবার জন্য কাজ করতে চান।তাই ২৯ তম জন্মদিনটা অনাথ, অসহায়দের সঙ্গে কাটালেন। সকালে নিউ জলপাইগুড়ি এবং সংলগ্ন এলাকার গরীবদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করলেন। এছাড়া তাদের হাতে তুলে দিলেন গরম পোশাক। তাদের কাছ থেকে নিলেন আর্শিবাদ।