দার্জিলিংয়ের আজ ফিরে গেল তুষারের দেশে

এইচ এন, ২৭ ডিসেম্বর: গোটা পাহাড় ঢেকে গেল বরফের চাঁদরে। তিনধারিয়া থেকে ম্যাল বাদ যায়নি পাহাড়ের কোনো জনপদ। কাপছে গোটা দার্জিলিং আজ সকালে বরফ পড়ায় তাপমাত্রা নেমে যায় এক ডিগ্রীতে। তিনধরিয়া, ঘুমে তাপমাত্রা নেমে যায় এক ডিগ্রীতে। দার্জলিং ছাড়াও কালিম্পং, কার্শিয়াং এ তাপমাত্রা প্রায় দু ডিগ্রীতে নামে। আজ এক ধাক্কায় তাপমাত্রা নেমে যায় প্রায় পাঁচ ডিগ্রী নীচে। সকালে প্রায় গোটা দার্জিলিং ডুবে যায় বরফে। পর্যটকেরা বেরিয়ে পড়েন বরফ দেখতে। ম্যালেও ছিলো উপচে পড়া ভীড়। শীতের আবহে জড়িয়ে আছে গোটা দার্জিলিং আর সেটা উপভোগ করছেন পর্যটকেরা। প্রচুর পর্যটক এদিন পাহাড়ে ওঠেন।