শিলিগুড়ি, ২৬ ডিসেম্বর: ঠিক হয়েছিল ৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী শিলিগুড়ি আসবেন। তিনি শিলিগুড়ির পথে হাঁটবেন। প্রতিবাদ জানাবেন এনআরসি ও সিএএ’র বিরুদ্ধে। কলকাতাতে তিনি পদযাত্রা করেছেন।উত্তরবঙ্গে শিলিগুড়িতে পদযাত্রা করবেন বলে দিন ঘোষণা হয়েছিল। কিন্তু বিশেষ কারনে এবং বছরের শেষ থাকায় পিছিয়ে দিতে হয়েছে। তাই দিন বদল করে ৩ জানুয়ারি করা হয়েছে। পদযাত্রায় শিলিগুড়ির পথে কয়েক কিলোমিটার তিনি হাঁটবেন। প্রাথমিকভাবে ঠিক হয়েছে তিনবাত্তি থেকে বর্ধমান রোড হয়ে হাসমিচক অথবা তিনবাত্তি থেকেই বর্ধমান রোড হয়ে দার্জিলিং মোড় যাবেন। ওই পদযাত্রায় রাজ্যের কয়েকজন মন্ত্রী থাকবেন। এনআরসি ও সিএএ’র বিরুদ্ধে পদযাত্রা বলে জানা গেছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি অনেকটা জানান তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার। তার পাশাপাশি তিনি বলেন, এনআরসি নিয়ে প্রথম আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার নেতৃত্বে জেলায় জেলায় শুধুই নয় সারা রাজ্যে চলছে প্রতিবাদ কর্মসূচি। ইতিমধ্যে অনেক কর্মসূচি নেওয়া হয়েছে। এখনো চলছে তারও কর্মসূচি। আগামী ২৮ ডিসেম্বর সারা রাজ্যের সঙ্গে শিলিগুড়িতেও এই কর্মসূচি পালন করা হবে। শুধু শিলিগুড়িই নয়। দার্জিলিং জেলার বাকি দুটি বিধানসভাতে এবং ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভায় রয়েছে অবস্থান-বিক্ষোভ। সকাল ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। মাটিগাড়া-নকশালবাড়ি কর্মসূচি রয়েছে মাটিগাড়াতে। খরিবাড়ি-ফাঁসিদেওয়া কর্মসূচি খড়িবাড়িতে এবং ডাবগ্রাম-ফুলবাড়ির কর্মসূচি রয়েছে আশিঘর মোড়ে। শিলিগুড়ির কর্মসূচি এয়ারভিউ মোড়ে। এদিন রঞ্জনবাবু বিজেপির রাজ্য সভাপতি বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, একের পর এক অসহনীয় এবং কুরুচিপূর্ণ মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলছেন বিজেপি নেতৃত্ব উত্তেজনাকর মন্তব্য করে চলছেন বিজেপির রাজ্য সভাপতি। ওই দলের অনেক নেতৃত্বে এটা করছেন।রাজ্যে অশান্তির পেছনে রয়েছেন তারা। আমরা আবেদন করছি সাধারণ মানুষও এর প্রতিবাদ করুন।এবং ওই নেতাদের কাছে আবেদন তারা এ নিয়ে সংযত হোন।