চাঁদ যেন সূর্যকে নিজের মতোই বানিয়ে নিয়েছে

এইচ এন, ২৬ ডিসেম্বর: রিং অফ ফায়ার। এমন দৃশ্য দেখা গেল আজ ২৬ ডিসেম্বর। ভারতের মাটি থেকেও ফিল্টার লাগানো চশমা দিয়ে দেখা যায় এই মহাজাগতিক দৃশ্য। যেন আগুনের বলয়।
এদিন সকাল ৮টা ২৭ মিনিট থেকে শুরু হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ। সকাল ৯টা ৫৩ মিনিটে বলয়গ্রাস সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। সকাল ১১টা ৩২ মিনিটে গ্রহণ ছাড়ে। এই গ্রহণ টানা ৩ ঘণ্টা ৮ মিনিট স্থায়ী থাকে। এই সূর্য গ্রহণ কলকাতা-সহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকেই কমবেশি দেখা যায়।
এদিন এই আগুনের বলয় গ্রহণের সাক্ষী থাকবে ভারত ছাড়াও সৌদি আরব, সিঙ্গাপুর, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ।
এখন শুধু অপেক্ষা। ১৭২ বছর পর এই আগুনের আংটি চাকতি দেখতে।
শিলিগুড়ি থেকে সকালে এই সূর্য গ্রহণ। যেন চাষ সূর্যকে চাঁদের মতোই বানিয়ে নিয়েছে।