পাশে পায়েল, তাই পরীক্ষা দিতে পারলো দৃষ্টিহীন সুষমা

শিলিগুড়ি, ২৩ ডিসেম্বর: সুষমা রাই। শিলিগুড়ির সূর্যসেন কলেজে পড়ে। দ্বিতীয় বর্ষের ছাত্রী সুষমা দৃষ্টিহীন। তার স্বামীও দৃষ্টিহীন। এখন চলছে ওর পরীক্ষা। কিন্তু পরীক্ষায় সহযোগিতা করার জন্য পাচ্ছিলেন না রাইটার। যেখানেই যান তারা পরীক্ষা দেওয়ার জন্য টাকা দাবি করেন। প্রতি পরীক্ষার জন্য ২০০ টাকা থেকে ১০০০ টাকা লাগবে বলে দাবি করেন। অসহায় সুষমা শেষে আসেন তারুণ্য’র কাছে। পাশে এসে দাঁড়ায় তারুণ্য। সুষমার পরীক্ষা দেওয়ার জন্য নিঃস্বার্থ সিদ্ধান্ত নেয়। তারুণ্যর সদস্য পায়েল সুষমার রাইটার হয়। এদিন ওর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিয়ে দেয় পায়েল। বাকি পরীক্ষাও দিয়ে দেবে পায়েল। এভাবে পাশে দাঁড়ানোয় তারুণ্যর কাছে কৃতজ্ঞ সুষমা। তবে তারুণ্যর সদস্যদের হয়ে অনিন্দিতা রায় দাস বলেন, এটা বড় ব্যাপার নয়। পরিবারের লোকেরা পরীক্ষা দিয়ে দিতে পারে না। এই নিয়ম নেই। তাই এই ধরণের পরীক্ষার্থীদের জন্য সরকারকে বিনামূল্যে রাইটার রাখা দরকার। এমন অনেক সুষমা তবে স্বস্তি পাবে। উপকৃত হবে।