এক যুবকের এনআরসির অভিনব প্রতিবাদ

জলপাইগুড়ি, ২২ ডিসেম্বর: মাথার চুল কেটে অভিনব এনআরসির প্রতিবাদ এক যুবকের। রাজগঞ্জের ওই যুবকের নাম সুমন মোদক। তার মাথার চুল কেটে লিখেছে নো এনআরসি। তবে সে এনআরসির মানে না জানলেও এটুকু জেনেছে এনআরসি চালু হলে অনেককে বাংলাদেশে বা ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে, তারই প্রতিবাদে এই অভিনব উদ্যোগ।