শিলিগুড়িতে এবার মিলল ৫০ টি সোনার বিস্কুট

শিলিগুড়ি, ২০ ডিসেম্বর: শিলিগুড়ি যেন সোনার কারবারের স্বর্গ রাজ্য হয়ে উঠেছে। কদিন পর পরই মিলছে সোনা। কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে তল্লাশির পর। দেশের বাইরে বিদেশ থেকেও সোনা আসছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলছে কোটি কোটি টাকার সোনা। কখনো গাড়ির বনেটের মধ্যে। আবার কখনো সোনা মিলছে গাড়ির সিটের তলায়। এর পাশাপাশি কোমরের বেল্ট, জুতোর তলায় এমনকি আরো কিছু অভিনব পদ্ধতিতে সোনা পাচার হচ্ছে। খুব সহজে ধরাও যাচ্ছে না। তারপরও সাফল্য কিন্তু মিলছে। কখনো পায়ুদ্বারে কখনো গিলে আরো কিছু গোপন পদ্ধতিতে ও সোনা পাচার হয় এই পথে। এবার ডিআরআই কয়েক কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করল। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম লালবিয়া খুলুয়া, রবর্ট জোদিংলিনা, জন লালদিনধারা, স্যামুয়াল মালসামতুলুঙ্গা ও ইসাক লালরাংঘকা। ধৃতরা প্রত্যেকেই মিজোরামের বাসিন্দা। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনে অভিযান চালায়। এরপর স্টেশনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ওই পাঁচজনকে আটক করা হয়। তাদের থেকে ৫০টি সোনার বিস্কুট মেলে। ধৃতরা মিজোরাম থেকে এই সোনা কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৫ লক্ষ ৮০ হাজার টাকা। এই সোনার বিস্কুট কোথায় পৌঁছাতে চাইছিল তা তদন্ত করছে ডিআর আই। আজ শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীরা জানিয়েছেন, শিলিগুড়ি শহর সোনা পাচারের করিডর হয়ে পড়েছে। উত্তর-পূর্ব ভারত শুধুই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোনা এদিক দিয়েই চলে যায়। অনেকটাই ধরা পড়ে তার মধ্যে কিছু অজানাই থেকে যায়। তবে বারবার সোনা ধরা পড়ায় সাফল্য মিলছে।