এইচ এন, ১৮ ডিসেম্বর: কোচবিহারের রাস্তায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা মিলল। ধপধপে সাদা দাড়ি মোচ, মাথার চুল। মুখের গড়নও নাকি কিছুটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। রবীঠাকুরের হামসকল সেই ব্যক্তিকে ঘিরে শুরু হয়ে যায় সেলফি তোলার হুড়াহুড়ি। ফেসবুকে তার ছবি ভাইরাল শুরু হতে শুরু করেছে।
জানাগেছে, আজ বুধবার গ্রেটার কোচবিহারের মিছিলে অংশগ্রহণ করতে এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে এই ব্যক্তি। সোশ্যাল মিডিয়া ঘুরে সেই ছবি এল হেডলাইন নিউজের কাছেও।