এবার এনজেপি থেকে কলকাতাগামী সমস্ত ট্রেন বাতিল

শিলিগুড়ি, ১৫ ডিসেম্বর: রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। জায়গায় উপরে ফেলা হয়েছে রেল লাইন। আগুন বহু ট্রেনে, স্টেশনে। এখনও উত্তপ্ত। মালদা থেকে দক্ষিণবঙ্গ উত্তপ্ত। কোনো ট্রেন যাওয়ার পরিস্থিতি নেই। এই পরিস্থিতিতে তাই বাতিল করতে হয়েছে এনজেপি থেকে সমস্ত ট্রেন। দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল। এনজেপি’র মতো উত্তরবঙ্গের বহু স্টেশনে দুর্ভোগে যাত্রীরা। বাড়ছে তাই ক্ষোভ।
গত শনিবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে তোলপাড় হয়ে ওঠে বহু এলাকা। মুর্শিদাবাদ জেলার কৃষ্ণপুর স্টেশনে জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি ট্রেন। ভাঙচুর করা হয় স্টেশন। এছাড়াও হাওড়ার সলপ, কোনা এক্সপ্রেসওয়ে, উলুবেড়িয়া, উনসানি সহ বেশ কয়েক জায়গায় তোলপাড় করে উন্মত্ত জনতা। আগুন লাগানো হয় ১৫টি গাড়িতে। ভাঙচুর করা হয় স্টেশন ও ট্রেন। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মাল্লিকপুর স্টেশন অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। আজ রবিবারও প্রায় একই পরিস্থিতি। এর আগে দার্জিলিং পাহাড়ে উত্তপ্ত হলে ইন্টারনেট পরিষেবা দীর্ঘদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। এর আগে জম্মু কাশ্মীরে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট। এবার এই রাজ্যে। এবার সর্বত্র একে একে বন্ধ হচ্ছে রেল। ভেঙে পড়েছে রেল পরিষেবা।