রাশিয়া থেকে এলেন ওদলাবাড়িতে কম্বল বিতরণ অনুষ্ঠানে

ডুয়ার্স, ১১ ডিসেম্বর: এই শীতে চা বাগানের শ্রমিকদের কম্বল বিতরণে যুক্ত হলেন বিদেশিরা। বুধবার ওদলাবাড়ি চা বাগানে আদিবাসী শ্রমিক ও তাদের পরিবারকে দেওয়া হয় এই কম্বল। এদিন ইসকন শিলিগুড়ির পক্ষ থেকে তিন শতাধিক লোককে এই কম্বল এবং শীতের কাপড় বিতরণ করা হয়। বিদেশি ভক্তদের কাছ থেকে কম্বল এবং শীতবস্ত্র পেয়ে ভীষণ খুশি তারা। এদিন এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়া থেকে (নতুন নাম)অসচুত আনন্দ দাস, অনুরাধা দেবী দাসী, শিলিগুড়ি ইসকনের সিও নামকৃষ্ণ দাস।