রাজগঞ্জ, ১০ ডিসেম্বর: গত ২৬ নভেম্বর ফাটাপুকুর থেকে ভায়া কালিনগর হয়ে গাডরা রোডের রাস্তার কাজ চলাকালীন নির্মিয়মান কালভার্টের নিচে পরে গিয়ে ফাটাপুকুর গাছবাড়ি এলাকার যুবক হাকিম রায়ের মৃত্যু হয়। প্রথম দিকে ঠিকাদার সংস্থা হাকিম রায়ের মৃত্যুর কোন দায়ভার নিতে অস্বীকার করলে স্থানীয় শ্রমিক নেতা তপন রায় নেতৃত্বে মৃত হাকিম রায়ের পরিবারসহ স্থানীয় যুবক গাঠি রায়, ফলিন রায়, হরিমোহন রায়, শ্যামল রায় এবং আরো অনেকে মিলে পথ অবরোধে সামিল হন। “হেডলাইন নিউজে” এর খবর করা হয়। ওই পরিবারটি যাতে ক্ষতিপূরণ পায় তা নিয়ে প্রতিবেদন হয়।
অবশেষে রাজগঞ্জ বাজারের অরিন্দম বানার্জী, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের মধ্যস্থতায় পানিকৌরি অঞ্চলের প্রধান সহ সকলের উপস্থিতিতে ঠিকাদার সংস্থা পরিবারটির হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দিলেন। এই ঘটনায় “হেডলাইন নিউজ” সহ সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা। অন্তত পরিবারটির একটু সহায়তা হবে বলে মনে করছেন তারা।