বাগডোগরায় ইংরেজি মাধ্যম স্কুলে রহস্যমৃত্যু শিশুর

শিলিগুড়ি, ২০ নভেম্বর: স্কুলে রহস্য মৃত্যু হলো এক কেজি পড়ুয়া শিশুর। মাত্র চার বছর বয়সী ওই পড়ুয়ার নাম ওভিগ্ন গৌতম। বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা। বাগডোগরা এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত সে। ওই ছাত্রের বাড়ি বাগডোগরার ভুজিয়াপানি পুটিমারি এলাকায়। বাবা জগন্নাথ গৌতম বেলগাছি হিন্দি হাই স্কুলের শিক্ষক।এদিন সকালে প্রতিদিনের মতো স্কুলে দিয়ে আসা হয়। বেলা সাড়ে ১১ টা নাগাদ ছেলের স্কুল থেকে তাকে ফোন করে জানানো হয় অসুস্থ হয়ে পড়েছেন আপনার ছেলে, স্কুলে আসুন। কিছুক্ষণ পর আবার স্কুল থেকে জানানো হয় আপনার ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে নেওটিয়া নার্সিং হোমে। সেখানে ভর্তি করা হয়েছে। এর বেশি কিছু বলতে চাইনি স্কুল কর্তৃপক্ষ। শিশুটির বাবা জানতে চেয়েছিলেন, ঠিক আছে তো, জ্ঞান আছে তো? কিন্তু স্কুল থেকে এনিয়েও কিছু বলেনি। শেষে নেওটিয়াতে গিয়ে দেখেন সন্তানের মৃত্যু হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙ্গে পড়েছেন বাবা মা। পাশাপাশি পরিজনেরা অভিযোগ তুলেছেন, স্কুলের বিরুদ্ধে গাফিলতির।চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু বলেই তাদের অভিযোগ। এ নিয়ে তারা ক্ষোভ জানিয়েছেন। বাগডোগড়া থানায় পুলিশের কাছে অভিযোগ যস্নান। অভিভাবকদের অভিযোগ, কিভাবে এইটুকুন ছেলে মারা গেল তা নিয়ে স্কুল কতৃপক্ষ মুখ খুলছে না। বলা হচ্ছে একবার একেক কথা। বাথরুমে পরে গিয়ে মারা গেছে, একবার বলেছে এমনি পড়ে গিয়ে মারা গেছে। তবে পরিবারের অভিযোগ, অন্যকিছু। হয়তো স্কুল কতৃপক্ষ ছেলেকে মারধর করতে পারে। তার জন্য মৃত্যু হতে পারে। পুরো বিষয়টি তদন্ত চেয়েছেন তারা। গার্জেন ফোরাম অফ নর্থ বেঙ্গল থেকেও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। সরব হয়েছেন অন্য স্কুলের শিক্ষকরা। তারা বলছেন, গাফিলতি থাকলে বন্ধ করে দেওয়া দরকার এমন স্কুল।