ভোরের আলোকে আকর্ষণীয় করতে, সেচ নালায় স্টিলের সেতু

রাজগঞ্জ, ৬ ডিসেম্বর: ‘ভোরের আলোতে’ যাতায়াতের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে স্টিলের মডেল সেতু। জলপাইগুড়ির গজলডোবায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পর্যটন কেন্দ্র ‘ভোরের আলোর’ পাশ দিয়ে বয়ে চলা তিস্তার সেচ নালার ( ক্যানেল ) উপরে এই সেতু তৈরি করা হচ্ছে। সেতুটি তৈরি করতে বরাদ্দ হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে সরকারের অধীনস্থ ম্যাকিনটোস বার্ন লিমিটেড সেতুটি তৈরি করছে। সেতুটির উচ্চতা করা হবে প্রায় ৮০ ফুট। শুক্রবার পর্যটন মন্ত্রী গৌতম দেব ভোরের আলোতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠকের পর একথা জানান। তিনি বলেন, এই সিঙ্গল স্প্যান স্টিল ব্রিজ তৈরি হলে ভোরের আলো আরও আকর্ষণীয় হয়ে উঠবে। সেতু দিয়ে সেচ নালা পেরিয়ে ভোরের আলোতে যাতায়াতের সুবিধা হবে। ইতিমধ্যে সেতুর ভিত তৈরি হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে স্টাকচার তৈরি শুরু হয়ে যাবে। এছাড়া ভোরের আলোকে সার্বিকভাবে সাজিয়ে তুলতে পুরোদমে কাজ চলছে। মন্ত্রী বলেন, পিলখানা করা হচ্ছে সেখানে চারটি হাতি থাকবে। দেড় কিলোমিটার জায়গা জুড়ে বোটিংয়ের ব্যবস্থা করা হবে। ২০ টি কটেজ তৈরীর কাজ চলছে। ১১ একর জায়গার মধ্যে ইকোপার্ক এবং অর্কিড পার্ক তৈরির কাজ শুরু হয়েছে। ভোরের আলোর কাছে রোডসাইড ভিউ পয়েন্ট করা হবে। ভোরের আলোর কাজের গতি দেখে খুশি পর্যটকরাও।