মালদা, ২৩ নভেম্বর: ট্রাক্টরের ধাক্কায় এক শিশু পড়ুয়ার মৃত্যু। আরও দুই পড়ুয়া আহত। দুর্ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের শাহজাদপুর অঞ্চলের খারদহিল গ্রামে। মৃত স্কুল পড়ুয়ার নাম শামীম আনসারী। বয়স ১০ বছর। খড়দহিল জুনিয়র হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। ও স্বাভাবিক আহত দুই পড়ুয়া রাহুল আনসারী বয়স ১৩ বছর। সে অষ্টম শ্রেণীর ছাত্র। চতুর্থ শ্রেণীর পড়ুয়া ইয়াসিন আনসারী। বয়স ১২ বছর। প্রত্যেকের বাড়ি খারদহিল এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, খড়দহিল গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ওই তিন পড়ুয়া। সেসময় একটি ট্রাক্টার ধান আনলোড করে আসার পথে রাস্তার মোড় ঘুরতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটারের নিচে চাপা পড়ে ওই তিন পড়ুয়া। এরপর উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন।