যুব তৃণমূল নেতাকে খুনের চেষ্টা বলে অভিযোগ

মালদা, ১৮ নভেম্বর: যুব তৃণমূল নেতার গাড়ির পেছনে সজরে ধাক্কা মারে স্করপিওর। গুরুতর আহত হন যুব তৃণমূলের ব্লক সভাপতি। ষড়যন্ত্র করে খুনের চেষ্টা করা হয় বলে পরিবারের অভিযোগ। তৃণমূলের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করার চেষ্টা করেছে বলে বিস্ফোরক অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ‌মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত গাড়িতে করে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি পূজন দাস সদর এলাকার দিকে যাচ্ছিলেন। সেই সময় কিরণবালা বালিকা বিদ্যালয়ের সামনে একটি স্করপিও তার গাড়ির পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই জ্ঞান হারান দাপুটে যুব নেতা পূজন। তাকে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে। পরবর্তীতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতলে রেফার করা হয়। যুবনেতার অনুগামী এবং পরিবারের অভিযোগ, তৃণমূলের মধ্যে থেকেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে পূজনকে খুনের চেষ্টা করেছে। যদিও বিজেপির দাবি এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।