নাগরাকাটা, ২০ অক্টোবর: বাড়ির উঠোন থেকে এক নাবালিকাকে তুলে নিয়ে গেল চিতাবাঘ। পরে জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকে। নাবালিকার নাম সুশীলা গোয়ালা। বয়স ১০ বছর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাগরাকাটা ব্লকের আংরাভাসা ১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খেরকাটা গ্রামের ওই নাবালিকার বাবা ও মা দুজনেই শ্রমিক। গতকাল সন্ধ্যায় তারা কেউ বাড়িতে ছিলেন না। মেয়েটি সন্ধ্যার সময় প্রতিবেশীর বাড়ি থেকে শনিপুজোর প্রসাদ খেয়ে বাড়িতে ফেরে। বাড়ির উঠোনে থাকা কলে হাত ধুতে যেতেই একটি চিতাবাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। চিতাবাঘ্তি তাকে টেনে নিয়ে যায় পার্শ্ববর্তী ডায়না জঙ্গলে। প্রতিবেশীরা টের পেয়ে ওই মেয়েটিকে খুঁজতে বের হন। রক্তের চিহ্ন দেখতে দেখতে তারা জঙ্গলে পৌঁছায় এবং সেখান থেকে মেয়েটির রক্তাক্ত দেহ উদ্ধার করে নিয়ে আসেন। এদিকে বাবা-মা বাড়িতে ফিরে এসে বিষয়টি জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছালে এলাকার বাসিন্দারা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান। বনদপ্তরের পক্ষ থেকে পরিবারটিকে ক্ষতিপূরণের ব্যবস্থা করার পাশাপাশি এলাকায় নজরদারি বাড়ানো ও খাঁচা পাতা হবে বলে আশ্বাস দেওয়া হয়।