দুই যুবতী প্রেম করে নিজেরা বিয়ে করলেন

মালদা, ২৫ জানুয়ার: দুই যুবতীর মধ্যে প্রেম। সেই প্রেম থেকে এবার তারা বিয়ে করে নিলেন। শুনতে অবাক হলেও এমনই ঘটনা এবার মালদায়।রীতিমতো কালি মন্দিরে গিয়ে তারা বিয়ে করে নিলেন।এমন ঘটনার সাক্ষী থাকলেন বহু মানুষ।

জানা গিয়েছে,পপি মন্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে। দুজনেই সাবালিকা । শুনতে অবাক লাগলো ঘটনাটি সত্যি।  মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন।আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই  এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান। বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস, প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায়। অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। 

দুই  মহিলা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের  সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার। বাড়িতে এনিয়ে আপত্তিও রয়েছে।

বুধবার গভীর রাতে মালদা ইংরেজবাজার শহরের হ্যান্টা কালিবাড়ি মোড়ে ওই দুই  মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ওই দুই মহিলার বক্তব্য, দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন। পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে  বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন । 

সামাজিক সমালোচনার ভয় তারা করেন না। তাঁদের ভালোবাসার জয় হয়েছে । এমনটাই দাবি করেছেন ওই দুই  মহিলা। এখন এই বিষয়টি নিয়ে চর্চা চলছে এলাকায়।