ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির মৃত্যু

জলপাইগুড়ি, ১০ আগস্ট: জলপাইগুড়ির ডুয়ার্সের চাপরামারি অভয়ারন্যের ভেতর মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল গর্ভবতী হাতির। পেট ফেটে শাবক বেরিয়ে যায়। শাবকটিও মারা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে।

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের দলগাওঁ থেকে ডলোমাইট বোঝাই ট্রেনটি ডুয়ার্স দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। চাপরামারি অভয়ারন্যের ভেতর দিয়ে ট্রেনটি যাওয়ার সময় ওই গর্ভবতী হাতিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় হাতি ও তার পেটে থাকা শাবক।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতিটি সম্ভবত ২৪ ঘন্টার মধ্যে বাচ্চা প্রসব করত। অভিযোগ, জঙ্গলপথে মালবাহী ট্রেনটি দ্রুত গতিতে যাচ্ছিল। ধীরে চালানোর নির্দেশিকা মানা হয়নি। রেল ও বনদপ্তর ঘটনার তদন্ত শুরু করেছে।