জলপাইগুড়ি, ৭ জুলাই: নিরাপত্তা ও সান্মানিক সহ প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় রাজগঞ্জ ডিসিআরসি তে বিক্ষোভ দেখান ভোট কর্মীরা। আজ রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলে ওই ডিসিআরসি তে বিক্ষোভে শামিল হন শতাধিক ভোট কর্মী। সঠিক ব্যবস্থা না পেলে তারা ভোট কেন্দ্রে যাবেন না বলে বেঁকে বসেন।
আগামীকাল এরাজ্যে পঞ্চায়েত ভোট। আজ ডিসিআরসি থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কর্মীরা ভোটগ্রহণ কেন্দ্রে যাবেন। অন্যান্য জায়গার মতো রাজগঞ্জ ব্লকের জন্য ডিসিআরসি করা হয়েছে রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলে। কিন্তু সঠিক ব্যবস্থা না থাকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ভোট কর্মীরা।
দিব্যেন্দু সাহা নামে এক ভোট কর্মী বলেন, ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তারা নিয়েছেন। উচ্চ আদালতের নির্দেশ অনুসারে ভোট কর্মীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। কিন্তু সে ব্যবস্থা নেই। এছাড়া ভোটে ডিউটি করার জন্য যে খরচের টাকা দেওয়ার কথা তাও দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট ক্যাশ কাউন্টার ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সদুত্তর মেলেনি। অবিলম্বে সুরাহা না হলে তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন না বলে হুঁশিয়ারি দেন। তবে এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।