জলপাইগুড়ি, ৩০ জুন: দুর্ঘটনায় মৃত্যু হল মহিলা সিভিক ভলেন্টিয়ারের। কাজ থেকে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তিনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন। গতকাল বিকেলে তার মৃত্যু হয়। তার নাম আলেমা খাতুন, বয়স ৩০ বছর। ওই যুবতীর বাড়ি রাজগঞ্জের বন্ধুনগর এলাকার গধেয়াগছে। আজ তার মৃতদেহ বাড়িতে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশের তরফে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,আলেমা খাতুন গত ২ জুন ফুলবাড়ি ট্রাফিক আউট পোস্ট থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন। ভুটকি হাটে বাস থেকে নামার পর রাস্তা পার হচ্ছিলেন। সেসময় একটি বাইক তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে ফুলবাড়ী ও পরে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন সপ্তাহ তার চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয়নি। অবশেষে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ার আলেমা খাতুনের।
জানা গিয়েছে, আলেমার পরিবারে মা ও দাদা বৌদি রয়েছেন। তরতাজা যুবতীর এই অকাল মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা শোকস্তব্ধ হয়ে পড়েছেন।