অন্যের বাড়িতে কাজ করতে গিয়ে মৃত্যু হল শ্রমিকের

মালদা, ১৩ জুন: অভাব অনটনের সংসার। পেটের টানে অন্যের বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল শ্রমিকের। মৃত শ্রমিকের নাম মসিউর রহমান। তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মসিউর রহমান পার্শ্ববর্তী লক্ষণপুর স্ট্যান্ডে এক দোকান ঘরের ছাউনি মেরামতের কাজ করছিলেন। সেসময় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তারে সংস্পর্শ হয়। এতে তিনি নিচে ছিটকে পড়েন।স্থানীয়রা ছুটে এসে তাকে তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতনদের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। মসিউরের মৃত্যুতে তার দুই ছেলে এবং দুই মেয়ে অসহায় হয়ে পড়েছে। পরিবারটি সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।
ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমানবিহারী বসাক বলেন, খুব দুঃখজনক ঘটনা। পরিবারটিকে সাধ্যমত সহযোগিতা করা হবে।