খুন করতে চেয়েছিল স্ত্রীকে, কিন্তু মৃত্যু হল স্বামীর

উত্তর দিনাজপুর, ৯ জুন: স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই ঘটনার পর মহিলার স্বামী পালিয়ে যায়। আজ রহস্যজনকভাবে ফাঁকা মাঠের এক গাছ থেকে সেই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের চোপড়া থানা এলাকার ঘটনা। মৃতের নাম মহম্মদ সপিজদ্দিন, বয়স ৫০ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলাগাঁও গ্রামে সপিজদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
আজ সকালে চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের ধনসিমগছ এলাকায় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভির জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।