রাজগঞ্জ, ২ ডিসেম্বর: চিতাবাঘ ধরতে গিয়ে হামলায় আহত এক বনাধিকারিক সহ ৫ জন। ঘটনাটি জলপাইগুড়ি জেলার সদর ব্লকের মৌয়ামারিতে। তবে চিতাবাঘটিকে ধরে গভীর জঙ্গলে ছেড়ে দিতে সক্ষম হয়েছেন বনকর্মীরা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রঙধামালি এলাকার মৌয়ামারি গ্রামে আলু চাষের কাজ করছিলেন কয়েকজন কৃষক। আচমকাই সেখানে একটি চিতাবাঘ চলে আসে। ফাঁকা মাঠের মধ্যে চিতাবাঘ দেখতে পেয়ে হইচই পড়ে যায়। চিতা বাঘের হামলায় জখম হয় ৪ জন কৃষক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত সহ কর্মীরা। বনবিভাগের গাড়িতে হামলা করে চিতাবাঘটি। আহত হন রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। তবুও হাল না ছেড়ে কৌশল করে চিতাবাঘ টিকে দড়ির ফাঁদে আটকে ফেলা হয়। আহতদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজন কৃষকের যখম গুরুতর। এরপর জালে বন্দী করে সরস্বতীপুর এলাকায় গভীর জঙ্গলে চিতাবাঘটি ছেড়ে দেওয়া হয়।