কাউকে এলাকায় ভোট প্রচার করতে দেবেন না বলে দেয়াল লিখন

মালদা, ১৩ মে: আগে তপশিলি উপজাতির স্বীকৃতি, তারপরে দেওয়া হবে ভোট। শনিবার এই দাবিতে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মনোহরপুর এলাকায় দেওয়াল লিখনের পাশাপাশি বিক্ষোভ দেখায় আদিবাসী কুড়মি সমাজের মানুষ। তাদের দাবি, কুড়মি সমাজের মানুষকে তপশিলি উপজাতির স্বীকৃতি দিতে হবে।
সংগঠনের মালদা জেলার সাধারণ সম্পাদক স্বপন মাহাতো বলেন, দীর্ঘদিন ধরে কুড়মি সমাজের মানুষরা বঞ্চিত। তাদেরকে তপশিলি উপজাতি সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। তাদের দাবি নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন। কিন্তু রাজ্য বা কেন্দ্র সরকার কোনরকম তাদের দিকে নজর দিয়ে দেখছে না। তাই তারা আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে তপশিলি উপজাতির স্বীকৃতির দাবিতে সরব হয়েছেন। দাবি পূরণ না হলে, কুড়মি সমাজ অধ্যুষিত এলাকায় কোনও রাজনৈতিক দলের দেওয়াল লিখন, ঝাণ্ডা বা পোস্টার লাগাতে দেবেন না। শুধু তাই নয়, কোনও রাজনৈতিক দল বা প্রার্থীকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, তাদের দাবি নিয়ে আগামী ২০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ চারটি রাজ্যে রেল রোকো ও সড়ক অবরোধ কর্মসূচি করা হবে।