মালদা, ৫ এপ্রিল: প্রার্থী নির্বাচনে ভোট দিতে পারেননি তৃণমূলের এক নেতা। তাই তার অনুকামীরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। শুক্রবার মালদার ইংরেজবাজার ব্লকের কাজি গ্রামের ঘটনা।
গতকাল মালদার ইংরেজবাজার ব্লকের মোথাবাড়িতে ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি। কিন্তু কাজিগ্রাম ৪৬ নম্বর বুথের সভাপতি তাহির মহলদার ভোট দিতে পারিনি। কর্মসূচিতে গিয়ে তিনি দেখেন ভোটার লিস্ট থেকে তার নাম কাটা হয়েছে। তাই ভোট না দিয়ে ফিরতে হয় বুথ সভাপতি তাহির মহালদারকে। এই নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের একাংশ। এদিন কাজী গ্রামে পঞ্চায়েত অফিসের সামনে তাই আর জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা।
তাহির মহলদারের অভিযোগ, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ইংরেজবাজার ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রতিভা সিংহ দলে থাকলে দলের বড় ক্ষতি হবে। পাশাপাশি ওই নেত্রী টাকার বিনিময়ে কমিটি গঠন করেছে। তাই আমার নামও কেটে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে কাজিগ্রাম পঞ্চায়েতের সামনে টায়ার জারিয়ে বিক্ষোভ দেখান তার অনুগামীরা।