রায়গঞ্জের বিধায়কের বাড়ি ও তার সব প্রতিষ্ঠানের ইডির হানা

উত্তর দিনাজপুর, ৩ মে: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর দপ্তরের হানা। বুধবার সকালেই সিআইএসএফ নিয়ে দপ্তরের আধিকারিকরা পৌঁছে যান। একসাথে কৃষ্ণ কল্যানীর বাড়ি, রয়্যাল এনফিল্ড শো রুম, কল্যানী সলভেন্ট, ওয়া-বাজার, কারখানা, বিধায়কের কার্যালয় সহ সমস্ত প্রতিষ্ঠানে হানা দিয়েছে। বিধায়ককে বাড়ি থেকে বের হতে দেওয়া হয় নি। তিনি এখনও নিজের বাড়িতেই রয়েছেন। বাড়ি সহ প্রতিটি জায়গায় থেকে কাউকে বেরতে দেওয়া হচ্ছে না এবং ঢুকতেও দেওয়া হচ্ছে না। প্রত্যেকের ফোন বন্ধ করে দেওয়া হয়েছে। ওই আধিকারিকরা বিধায়কের কারখানার ম্যানেজারের বাড়িতেও হানা দেন বলে জানা গিয়েছে। তবে বিধায়কের দাদা ও আপ্ত সহায়ক বলছেন ইডি হানা দিয়েছে। ফলে আয়কর দপ্তর না ইডি হানা দিয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
জানা গিয়েছে, গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জেতেন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করেন। তারপর থেকে তাকে তৃণমূলের কর্মসূচিতেই দেখা যায়। বর্তমানে তিনি বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন।
তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জের ১৮ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর তথা বিধায়কের তুতো দাদা প্রদীপ কল্যানী বলেন, আচমকাই বিধায়কের বাড়িতে ইডির আধিকারিকরা ঢুকে পড়ে। বাড়ি থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ভাবে এই কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। একই অভিযোগ বিধায়কের আপ্ত সহায়ক সৌরভ দাসের।