তৃণমূলের বিবাদ মেটাতে গিয়ে ১২ হাজার টাকা খোয়ালেন বিধায়ক

চালসা: অভিষেকের সভায় ভি আই পি তালিকায় নাম থাকা নিয়ে আদি বনাম নব্য তৃনমূলের লড়াই আবার সামনে এল। এক ক্ষুব্ধ নেতাকে সামলাতে হিমসিম খেতে হয় দলের নেতৃত্ব ও পুলিশ আধিকারিকদের। সেই বিবাদ মেটাতে গিয়ে ১২ হাজার টাকা খোয়ালেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এমন ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার চালসা এলাকায়। অভিষেক ব্যানার্জীর জনসভায় ভিআইপি চেয়ারে বসার তালিকায় নাম না থাকায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন তৃণমূলের প্রাক্তন মেটেলি ব্লক সভাপতি সোনা সরকার। তার অভিযোগ সদ্য তৃনমূলে যোগ দেওয়া যোসেফ মুন্ডা তার নাম তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে।এনিয়ে দলের জেলা সভাপতি সহ নব্য তৃণমূল নেতাদেরকে নিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে যান তৃণমূলের সোনা সরকার। তাকে সামলাতে চলে আসেন রাজগঞ্জের বিধায়ক তথা তৃনমূলের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায়। তার সঙ্গে জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ সহ অনেকেই। আসেন পুলিশ আধিকারিকরাও।
গণ্ডগোল মিটে যাওয়ার পর বিধায়ক খগেশ্বর রায় তার পাঞ্জাবির পকেটে হাত ঢোকাতেই হকচকিয়ে যান। কারণ তাঁর পকেটে থাকা ১২ হাজার টাকা উধাও। তার সন্দেহ ভিড়ের সুযোগ নিয়ে কেউ হয়তো পকেট থেকে টাকাটা সরিয়ে নিয়েছে। তবে তিনি পুলিশকে কিছু জানাতে চাইছেন না বলে জানা গিয়েছে।