শিলিগুড়ি, ২৮ এপ্রিল: শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ ( SJDA) এর চেয়ারম্যান করা হল শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবকে। এই নিয়ে দ্বিতীয় বার তাকে এই পদে বসানো হল। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে গৌতম দেবকে চেয়ারম্যান করার কথা জানানো হয়। ওই পদে ছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। তাঁকে সরিয়ে গৌতম দেবকে চেয়ারম্যান করা হয়েছে। তবে সৌরভকে সরিয়ে কেন গৌতমকে চেয়ারম্যান করা হলো তা জানা যায়নি।।
গৌতম দেব শিলিগুড়ি পুরনিগমের মেয়রের দায়িত্বে রয়েছেন। এখন থেকে দুটি বড় দায়িত্ব পালন করতে হবে তাকে।