নদীয়া: ফের শুটআউট রাজ্যে। কয়েকদিন আগে দুষ্কৃতীদের গুলিতে কয়লা মাফিয়া রাজু ঝার মৃত্যুর পর এবার ঘটনা নদীয়ায়। নদিয়ার হাঁসখালির ঘটনা। সাতসকালে গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু তৃণমূল নেতা আহমেদ আলি বিশ্বাস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনগর বড় চুপড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সহ সভাপতি আহমেদ আলি বিশ্বাস। প্রতিদিনের মতো এদিন সকালেও চা খেতে চুপরি বাজারে আসেন। হঠাৎ চায়ের দোকানের সামনে বাইক নিয়ে হাজির হয় দুষ্কৃতীরা। প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। কেউ কিছু বোঝার আগেই গুলি চালাতে শুরু করে তারা। ওই তৃণমূল নেতা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তাঁকে ধাওয়া করে একের পর এক করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ওই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রাজনৈতিক কোনও শত্রুতা নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে খুন তার এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতিকী ছবি