প্যাকেটে বাদামি পাউডার মাদক , আটক শিলিগুড়িতে

শিলিগুড়ি, ২২ মার্চ: যৌথভাবে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করলো এসওজি ও এনজেপি থানার পুলিশ। ধৃতরা হল বিশাল মুখিয়া ও মিকি পাসওয়ান। দুজন শালুগাড়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য  প্রায় ৫০ লক্ষ টাকা।

বুধবার একটি গাড়িতে ব্রাউন সুগার নিয়ে এনজেপি সংলগ্ন ঠাকুরনগর এলাকায় পৌঁছায় দুজন। এই খবর পেয়েই এসওজি এবং এনজেপি থানার পুলিশ অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করে। সেখান থেকে উদ্ধার হয়  দুটি প্যাকেটে মোট ৫৯০ গ্রাম ব্রাউন সুগার।