আরও দুইদিন মেঘ বৃষ্টি থাকতে পারে উত্তরবঙ্গে

এইচ এন, ব্যুরো, ২২ মার্চ: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। কয়েকদিন ধরে পাহাড়ে বরফ, তুষারপাত। নেমে এসেছে শীত। তার মধ্যে উত্তরবঙ্গে আরও ৪৮ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে। বিশেষত পার্বত্য এলাকায় আগামী তিনদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন সম্ভাবনার কোথায় জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। বাড়বে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতি ও শুক্রবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। ফের শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবারও তুমুল ঝড়বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গে। বুধবার দুপুরে কিছুটা আকাশ ভালো থাকলেও বিকেলের পরে বহু এলাকায় আকাশে মেঘ জমে। ঠাণ্ডাও কিছুটা বাড়ে।