মালদা, ১১ মার্চ: সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভার পাশাপাশি মালদা জেলার বিভিন্ন বিধানসভায় শুরু হবে বুথ সশস্তিকরণ অভিযান বিজেপির।
মালদা জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানানো হয় সশস্তিকরণ অভিযানের কথা।
উপস্থিত ছিলেন, উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত, সশস্তিকরণ অভিযানের রাজ্য ইনচার্জ বিশ্বপ্রিয় রায় চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন বুথে ঘুরে কেন্দ্রীয় সরকারের গরীব কল্যাণ প্রকল্প মানুষ ঠিকঠাক পাচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন বিজেপি নেতৃত্ব।
আবাস যোজনা, খাদ্য সুরক্ষা যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা গরিব মানুষ পাচ্ছেন কিনা তা নথিভুক্ত করবেন বিজেপির নেতা-নেত্রীরা।
বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, ১২ মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত বিজেপির পক্ষ থেকে বুথ সশস্তিকরণ অভিযান চালানো হবে।