শিলিগুড়ি, ১০ মার্চ: হটাৎ করে আগুন । তাতেই পুড়ে গেল তিনটি ঘর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব সিপাহীপাড়া গ্রামে।
জানা গেছে বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। রাতে ই ঘটনার খবর পেয়ে ছুটে আসে শিলিগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন ও এনজেপি থানার পুলিশ।
সিপাই পাড়ার শান্তি বিশ্বাস ও বাবলি বিশ্বাস এর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ছুটে যান গ্রাম প্রধান দিলীপ রায়। তিনি সেই পরিবারের হাতে ত্রিপল ও কম্বল তুলে দেন।
শান্তি বিশ্বাস জানালেন ঘরের প্রায় সমস্ত জিনিসে পুড়ে গিয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। তবে হঠাৎ করে কি কারণে এই আগুন লাগল তা তিনি জানাতে পারেনি।
এই ঘটনায় এনজেপি থানা পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। এদিকে শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দেখা করতে ছুটে যান জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রমাণিক, প্রধান দিলীপ রায় সহ আরো অনেকে।
দেবাশীষ প্রামাণিক বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি এবং সরকারি নিয়ম অনুযায়ী তিনি বিডিওর সাথে কথা বলে কিভাবে পাশে থাকা যায় সে ব্যাপারে দেখব। দিন দেবাশীষ বাবু ব্যক্তিগত উদ্যোগে ওই পরিবারটির হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন যাতে সাময়িক কিছু সমস্যা মেটে তাদের এই অগ্নিকাণ্ডের যে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।