বনধ ডাকায়, আজ ছুটি বাতিল সরকারি কর্মচারীদের

কলকাতা, ১০ মার্চ: আজ ১০ মার্চ। সরকারি কর্মচারীদের একাংশ বন্‌ধ ডেকেছে। আর এই বনধ রুখতে কড়া হচ্ছে রাজ্য সরকার।
এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সরকারের পক্ষে এদিন ছুটি বাতিল করা হয়েছে। এমনকী ওইদিন ছুটি নিলে সংশ্লিষ্ট কর্মীর সার্ভিস ব্রেক হবে বলে জানানো হয়েছে। বেতন কেটে নেওয়ার সঙ্গে কর্মীকে শোকজের মুখোমুখি হতে হবে। তবে আগে থেকেই যাঁরা ছুটিতে আছেন বা হাসপাতালে ভর্তি থাকলে বা বাড়িতে বা পরিবারের কারোর মৃত্যু হলে ওইদিন না এলেও হবে।
আবার কেউ যদি মাতৃত্বকালীন ছুটিতে থাকেন তবে তাঁকে ১০ মার্চ অফিসে আসতে হবে না।  
বকেয়া ডিএ’‌র দাবিতে চলছে সরকারি কর্মীদের একাংশের আন্দোলন। যৌথমঞ্চ গড়ে এই আন্দোলন চালানো হচ্ছে। আবার বন্‌ধের বিরোধীতায় নেমেছে তৃণমূলের কর্মচারী সংগঠন। বৃহস্পতিবার তাদের তরফে একটি মিছিলেরও আয়োজন করা হয়।
বকেয়া ডিএ’‌র দাবিতে সরকারি কর্মচারীদের একাংশ ধর্মঘট ডেকেছেন। এই ধর্মঘট ঠেকাতে কড়া মনোভাব প্রকাশ করেছে রাজ্য সরকার।