হাতির দাঁত সহ গ্রেপ্তার যুবক

রাজগঞ্জ, ৫ মার্চ: হাতির দাঁত সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। শিলিগুড়ি তিনবাত্তি মোড় এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম মনিকান্ত গোয়ালা ( ৩২ )। তার বাড়ি আলিপুরদুয়ারে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে বেলাকোবার রেঞ্জ অফিসে খবর আসে হাতির দাঁত নিয়ে এক ব্যক্তি পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ির দিকে যাচ্ছে। সেই সূত্রের ভিত্তিতে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বলকর্মীরা পুলিশকে নিয়ে তিনবাত্তি এলাকায় ঘাটি গেড়ে থাকে। একটি চায়ের দোকানের পিছনে তিন ব্যক্তি কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছে। সন্দেহজনক হওয়ায় তাদেরকে ঘিরে ফেলা হয়। দুইজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন বনকর্মীরা। ওই ব্যক্তির কাছে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় তিন ফুট লম্বা একটি হাতির দাঁত। ওই দাঁতটির ওজন প্রায় তিন কেজি। তার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। অভিযুক্তকে জেরা করে জানতে পারেন হাতির দাঁতটি আসাম থেকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। কিন্তু হাতির দাঁতটির কোনও বৈধ নথি দেখাতে পারেনি। তাই বন্যপ্রাণ আইনে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। ওই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা থানার চেষ্টা করা হচ্ছে।