পুলিশ পরিচয় দিয়ে হোটেলে ঢুকে, এরপর চলে তান্ডব

মালদা, ৫ মার্চ: প্রথমে পুলিশ বলে আসে। এরপর পুলিশ পরিচয় দিয়ে ওই হোটেলের ঢুকে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। হোটেলের কর্মচারীদের ব্যাপক মারধর। হোটেলের রেজিস্টার খাতা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ।সেইসঙ্গে হোটেলের অন্য বোর্ডারদের আতঙ্কিত করার অভিযোগ ওঠে। আর গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এই ফুটেজ দিয়ে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এমন ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায়। সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আতঙ্কিত বিজেপির দক্ষিণ মালদা, সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ। তিনি পেশায় হোটেল ব্যবসায়ী। শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় তার একটি হোটেল রয়েছে। বর্তমানে তিনি দলীয় কাজে রাজ্যের বাইরে রয়েছেন। তার ছেলে হোটেলের দায়িত্বে রয়েছেন।
অভিযোগ বেশ কিছু ব্যাক্তি রাত্রিবেলা এক ব্যক্তির খোঁজে তার হোটেলে আসে। তারা নিজেদেরকে পুলিশ বলে পরিচয় দেয়। হোটেল কর্তৃপক্ষ জানায় যে ব্যক্তির খোঁজ তারা করছে সে সকালবেলায় চেক আউট করে চলে গেছে। এরপরই জোর করে হোটেলে ঢুকে হোটেল কর্মীদের মারধর করে রেজিস্টার খাতা ছিনিয়ে নেয় এমনকি বিভিন্ন ঘরে ঢুকে তান্ডব চালায়।
এই ঘটনায় আতঙ্কিত হোটেল কর্মচারী থেকে অন্যান্য বোর্ডাররা। সিসিটিভি ফুটেজ দিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের ঘটনার তদন্তে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দক্ষিন মালদার বিজেপির জেলা সভাপতি পার্থ সারথি ঘোষ বলেন,আইন শৃঙ্খলার অবনতির কারনে এই ঘটনা। আমরা চাই এর সঠিক তদন্ত পুলিশ করুক। পুলিশ জানিয়েছে, তারা কেউ যায়নি ওই হোটেলে। কেউ এটা পুলিশের নামে করেছে। সবই তদন্ত হবে।