বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিল পড়ুয়া

এইচ এন ডেস্ক:  বিমানে কত না ঘটনাই ঘটে। অনেক হাস্যকর, অনেক রোমাঞ্চকর যেমন রয়েছে তেমনি অনেক বিব্রতকর ঘটনা ঘটে বিমানা। তেমনি একটি ঘটনা নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লিগামী বিমানে।
জানাগেছে, মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল এক পড়ুয়ার বিরুদ্ধে। এমন অপ্রীতিকর ঘটনা আমেরিকান এয়ারলাইন্সের বিমানে। বিমানবন্দর সূত্রে জানা গেছে। গত শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে বিমানটি ছাড়ে। শনিবার নয়াদিল্লিতে রাত ১০টা ১২ মিনিটে সেটি অবতরণ করে।

জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্র মার্কিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সে মদ্যপ অবস্থায় ছিলেন। এরপর বিমানে ঘুমন্ত অবস্থায় তিনি প্রস্রাব করে দেন। তা পাশের যাত্রীর গায়ে লাগে। ওই যাত্রী পরে বিমান কর্মীদের বিষয়টি জানান। তবে ওই ব্যক্তি অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে চাননি। অভিযুক্ত যুবক তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। এজন্য ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবেই বড় কোনও পদক্ষেপ করতে চাননি তিনি।
যাত্রী কিছু না করলেও বিষয়টি হালকা ভাবে নেননি বিমান কর্তৃপক্ষ। পুরো ঘটনা বিমানকর্মীরা বিষয়টি পাইলটকে জানান। তিনি দিল্লি বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে এ বিষয়ে অভিযোগ জানান। পাইলটের অভিযোগের ভিত্তিতে দিল্লিতে বিমানটি নামলে অভিযুক্ত ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। বিমানবন্দর কর্তৃপক্ষ থেকেও তাই জানানো হয়েছে স্বাধীনতা এবং শিষ্টতা বজায় রেখেই বিমানে চড়তে হবে না হলে ফাঁসাদে পড়তে হবে।