ভারত ভুটানের মধ্যে নতুন বাণিজ্যপথ খুলছে

আলিপুরদুয়ার, ২ মার্চ: ভুটান সীমান্তে চালু হচ্ছে দুটি শুল্ক কেন্দ্র। একটি শুল্ক কেন্দ্র হচ্ছে নাগরাকাটার জিতি সীমান্তে। অন্যটি কুমারগ্রামের কুলকুলি সীমান্তে। এর ফলে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার হয়ে ভারত-ভুটান বাণিজ্যের নতুন দ্বার খুলতে চলেছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে সেদেশের বাণিজ্য সম্প্রসারণের কাজে আরও গতি আসবে বলেই বণিক মহল মনে করছে।
ওই ল্যান্ড কাস্টমস স্টেশন দুটি খুব শীঘ্রই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ভার্চুয়ালি কেন্দ্র দুটির উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। শুল্ক কেন্দ্র দুটি চালু হলে ভুটান থেকে সহজেই পণ্য আমদানি করা এবং ভারত থেকে সহজেই রপ্তানি করা যাবে। ওই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন বণিক মহল।